ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক উম্মুক্ত আলোচনা সভা 

ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক উম্মুক্ত আলোচনা সভা 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ”আমার গ্রাম, আমার শহর, গ্রাম উন্নয়নে কাজ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এ স্লোগান কে সামনে রেখে ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় দৈনিক মুন্সীগঞ্জের কাগজ ও বিক্রমপুর-মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশনের উদ্যোগে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ হলরুমে এ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির কাছে বালুয়াকান্দি ইউনিয়নের যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরনের ইউনিয়নবাসী। বালুয়াকান্দি ইউনিয়নের সকল সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল। সন্মানিত ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শাহশের আলী গ্রুপের চেয়ারম্যান এম এ মান্নান সরকার, গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শাহ আলমের, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে তা সমাধানের আশ্বাস দেন উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ।

গজারিয়া,সম্ভাবনা,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত